বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

লক্ষ্মীপুরে জোড়া খুন, ব্যবহূত অস্ত্র ও গুলি জব্দ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জোড়া খুন, ব্যবহূত অস্ত্র ও গুলি জব্দ 

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যামামলায় রিমান্ডে থাকা দুই আসামির তথ্য অনুযায়ী একটি দোনলা ও একটি একনলা বন্দুকসহ পাঁচটি কার্তুজ জব্দ করা হয়েছে।

শনিবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

তিনি জানান, মামলার পাঁচ আসামি বর্তমানে রিমান্ডে রয়েছে। এর মধ্যে মামলার দুই নম্বর আসামি মশিউর রহমান নিশান পাঁচদিনের ও ১৪ নম্বর আসামি আজিজুল ইসলাম বাবলু তিন দিনের রিমান্ডে রয়েছে। 

বাবলুকে নিয়ে ৪ মে রাতে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। তার তথ্যমতে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের অদূরে মাঠের পাশে কলাবাগান থেকে একটি দোনলা দেশীয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

এদিকে রিমান্ড চলাকালীন বিভিন্ন কৌশলে নিশানের কাছ থেকে অস্ত্রের সন্ধান নেয়া হয়। ৫ মে রাতে নিশান ও রুবেল দেওয়ানকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। নিশানের ঘরের পাশে একটি লাকড়িঘর থেকে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে। 

আদালতে জবানবন্দিতে মামলার তিন নম্বর আসামি দেওয়ান ফয়সাল ও ১৮ নম্বর আসামি আলমগীর ওরফে কদু আলমগীর তথ্য দিয়েছিল হত্যাকাণ্ডে অন্যান্য অস্ত্রের সঙ্গে দেশীয় কিছু বন্দুক ব্যবহার করা হয়েছে। অস্ত্রগুলো যে দিয়েছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আমরা অস্ত্র উদ্ধারে নেমেছি। সবগুলো অস্ত্রই উদ্ধার করা হবে। এ ব্যাপারে আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে। 

টিএইচ